menu-iconlogo
huatong
huatong
avatar

Jubin Garg

Jubin Garghuatong
ogsamdohuatong
Lyrics
Recordings
ও ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও ও

ও.. একা মনে

প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়

তোর ভুলেরই

মাসুল তোকে গুনতে হবে হায়

কেউ দেবে না রে জবাব খুঁজে

ভুল কে যখন নিলি বুঝে

থামবি কেন ভুলের ঠিকানায়

ও বন্ধুরে....বন্ধুরে

ও বন্ধু রে .......

ও ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও ও

ও.. বুকের পাঁজর ভাঙ্গে বিধি

নয়ন বলে শুধুই কাঁদি

হারায় যখন আপন জনা রে....

অসময়ের ঝড় তুফানে

স্বপ্ন আশা হারায় মানে

ভাঙ্গে রে কূল নদীর কিনারে..

হায়, যে ফুল লাগে পুজোর কাজে

সে ফুল দিয়ে দেহ সাজে

জীবন যেন ধূপের ধোঁয়া রে

ও জীবন রে....জীবন রে

ও জীবন রে ......

ও.. বিপদ কি আর আসে একা

ভুল মনে হয় স্বপ্ন দেখা

হারায় যখন প্রানের পিয়ারে.....

একটা মনে এত ব্যথা

যায় ভিজে যায় চোখের পাতা

জুড়বে কি আর ভাঙ্গা হিয়ারে....

হায় যায়না ভোলা তবু তাকে

চাই যেন সে সুখে থাকে

সইবে হিয়া একাই ব্যথা রে

ও বন্ধুরে...বন্ধুরে....

ও বন্ধু রে .......

ও.. একা মনে

প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়

তোর ভুলেরই

মাসুল তোকে গুনতে হবে হায়

কেউ দেবে না রে জবাব খুঁজে

ভুল কে যখন নিলি বুঝে

থামবি কেন ভুলের ঠিকানায়

ও বন্ধুরে... বন্ধুরে....

ও বন্ধু রে .....

ও ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও ও

More From Jubin Garg

See alllogo

You May Like