File Name : Ki Kore Biswas
Artist: Abhijeet Bhattacharya,
This Track Created by "Just Remo"
কি করে বিশ্বাস করি বলো...
তুমি তো অন্যের হয়ে গেছো...
কি করে বিশ্বাস করি বলো...
তুমি তো অন্যের হয়ে গেছো...
তবে কি তুমি এতটা সময় (2)
খেলারই ছলে শুধু ভালবেসেছো...
কি করে বিশ্বাস করি বলো...
তুমি তো অন্যের হয়ে গেছো...
তবে কি তুমি এতটা সময় (2)
খেলারই ছলে শুধু ভালবেসেছো...
This Track Created by "Just Remo"
.......Music.......
তোমার মনে ছলনায় ছিল সঞ্চিত
পাওয়া আমার হলো না কিছু
ভাগ্য হলো বঞ্চিত....
তোমার মনে ছলনায় ছিল সঞ্চিত
পাওয়া আমার হলো না কিছু
ভাগ্য হলো বঞ্চিত
মিথ্যে কারণ সাজিয়ে শুধু (2)
মিছে আমায় তুমি ভুল বুঝেছো,
কি করে বিশ্বাস করি বলো...
তুমি তো অন্যের হয়ে গেছো...
তবে কি তুমি এতটা সময় (2)
খেলারই ছলে শুধু ভালবেসেছো...
This Track Created by "Just Remo"
....Music...
নেই আর কিছু নিজেকে দেওয়ার সান্ত্বনা
হলাম দুঃখী স্মৃতির মুখোমুখি
বোঝনি তুমি হৃদয়হীনা
নেই আর কিছু নিজেকে দেওয়ার সান্ত্বনা
হলাম দুঃখী স্মৃতির মুখোমুখি
বোঝনি তুমি হৃদয়হীনা
একাকী জীবন ফেরারি এ মন (2)
তুমি কি ভুলে থেকে সুখী হয়েছো
কি করে বিশ্বাস করি বলো...
তুমি তো অন্যের হয়ে গেছো,
কি করে বিশ্বাস করি বলো...
তুমি তো অন্যের হয়ে গেছো,
তবে কি তুমি এতটা সময় (2)
খেলারই ছলে শুধু ভালবেসেছো...
হেহেহে হে হে হেহে হেহে.....
উহুহু হুহু উহুহু....
তবে কি তুমি এতটা সময় (2)
খেলারই ছলে শুধু ভালবেসেছো...