menu-iconlogo
huatong
huatong
avatar

Khudar Kasam Jaan

Kabir Sumanhuatong
mlstrand92huatong
Lyrics
Recordings
প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি

অচেনা নদীর স্রোতে চেনা চেনা ঘাট দেখে

নামি

চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...

ফড়িং-এর উড়ে যাওয়া, ডানায় রংধনুর নীল

জন্মে জন্মে দেখা দুপুর আকাশে একা চিল

তারই মতো ভেসে যাওয়া চুপিসারে দুখানি ডানায়

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...

গির্জার ঘণ্টায় মিলে যাওয়া দূরের আজান

প্রতি আহ্বানে খোঁজা তোমার যোগ্য কোনও

গান

যে গানে শ্যামের সুর রাধিকার বিরহে মানায়

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...

তোমাকেই বাজী ধরা বোকা প্রেমে যে

অহংকার

কানে কানে কেঁদে মরা ব্যর্থ হয়েছে অভিসার

তোমায় খুঁজেছি তবু কী আদিম বাঁচার নেশায়

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...

এখন আবার দেখা, আবার তোমার চোখে জল

কত জন্মের চেনা, তুমি একই আছো অবিকল

আয়নায় দেখো মুখ মহাকাল যেখানে ঘনায়

খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়...

More From Kabir Suman

See alllogo

You May Like