menu-iconlogo
huatong
huatong
avatar

একদিন মেঘ সরে যাবে Ekdin megh sore jabe (ASIT)

Kajibar Rahamanhuatong
༺࿙ASIT࿚༻ɢɴ♡࿐huatong
Lyrics
Recordings

হুম....হুম হুম হুম হুম...

হে....আ হা হা হা....

একদিন মেঘ সরে যাবে...

সূর্যকিরণ দেখা দেবে.....

একদিন মেঘ সরে যাবে.....

সূর্যকিরণ দেখা দেবে.....

বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে আলোর বন্যা ধারায়

সব কালো ধুয়ে মুছে যাবে...

একদিন মেঘ সরে যাবে......

༺࿙ASIT࿚༻ɢɴ ࿐

ID-13382115166

রাতের সে নীরবতা

বোঝে রাত জাগা তারা...

হো..রাতের সে নিরবতা

বোঝে রাত জাগা তারা

তাই বুঝি আকাশেতে

ঝিকিমিকি জ্বলে ওরা

পারে না তো ঢেলে দিতে

আলোক জোছনা ভরা

জেগে থাকে জানে ভোর হবে...

একদিন মেঘ সরে যাবে.....

Lyrics by

CHUMKI

পারব যে মুছে দিতে রজনীর কান্না

হো..পারব যে মুছে দিতে রজনীর কান্না

নিরব বেদনা ভরা চাতকের ধর্ণা

ভাঙ্গা মন জোড়া দিতে

আসবে কখনও কেউ

দেখবে তখন ভোর হবে......

একদিন মেঘ সরে যাবে....

সূর্যকিরণ দেখা দেবে......

বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে আলোর বন্যা ধারায়

সব কালো ধুয়ে মুছে যাবে.....

একদিন মেঘ সরে যাবে.....

হুম হুম হুম হুম হুম হুম হুম হুম

হে হে হে হে হে হে হে হে

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

29/07/2025

More From Kajibar Rahaman

See alllogo

You May Like