অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
আমার হৃদয় ভরে দিয়েছো
তাই তুমি এ চোখে অনন্যা
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
༺࿙ASIT࿚༻ɢɴ ࿐
ID-13382115166
তুমি যে আমার গানে ছন্দ
এই মনে দিয়েছো আনন্দ
তুমি যে আমার গানে ছন্দ
এই মনে দিয়েছো আনন্দ
তুমি যেন ফুলেরই সুগন্ধ
কোন এক পাহাড়িয়া ঝর্ণা
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
Lyrics by
CHUMKI
তুমি এই জীবনেরই প্রেরণা
কখনো ভুলেও হাত ছেড়ো না
তুমি এই জীবনেরই প্রেরণা
কখনো ভুলেও হাত ছেড়ো না
প্রেম দিয়ে মনটাকে ঘেরো না
চাই না তো হীরে চুনি পান্না
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
আমার হৃদয় ভরে দিয়েছো
তাই তুমি এ চোখে অনন্যা
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
অথৈ রূপের তুমি বন্যা
যেন রূপকথারই রাজকন্যা
Upload date 24/03/2025