menu-iconlogo
huatong
huatong
avatar

Kumar Sanu -Tribute to Kumar Sanu (Gurudev) _ Kajibar Rahaman

Kajibar Rahamanhuatong
🇮🇳🎼🎤ȺɾէʂβìքӀąҍ🎶🎨🇮🇳huatong
Lyrics
Recordings
একলব্যের মতো হয়ে নত জানু...

প্রণাম করি হে গুরু কুমার সানু

একলব্যের মতো হয়ে নত জানু...

প্রণাম করি হে গুরু কুমার সানু

তোমার সুরে.. আজ সুর মিলিয়ে..

তোমার সুরে আ---জ সুর মিলিয়ে..

ধ--ন্য হয়েছি আমি তোমায় পেয়ে

একলব্যের মতো হয়ে নতজানু

প্রণাম করি হে গুরু কুমার সানু

যেদিন নিয়ে ছিলে বুকে জড়িয়ে

আনন্দে কেঁদে ছিলাম তোমায় পেয়ে

***

হো... যেদিন নিয়েছিলে বুকে জড়িয়ে...

আনন্দে কেঁদেছিলাম তো-মায় পেয়ে...

***

তোমার আশিস নিয়ে পথ চলা শুরু

তোমার আশিস নিয়ে পথ চলা শুরু

প্রণাম জানাই আমি তোমায় গুরু

প্রণাম জানাই আমি তোমায় গুরু

একলব্যের মতো হয়ে নতজানু

প্রণাম করি হে গুরু কুমার সানু

প্রণাম করি হে গুরু................

কু..মার শানু......

More From Kajibar Rahaman

See alllogo

You May Like