menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তো ভালা না ভালা লইয়াই Ami To Vala Na

Kamruzzaman rabbihuatong
ruamusedhuatong
Lyrics
Recordings
অতীতের কথা গুলো

পুরনো স্মৃতি গুলো

অতীতের কথা গুলো

পুরনো স্মৃতি গুলো

মনে মনে রাইখো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

অতীতের কথা গুলো

পুরনো স্মৃতি গুলো

অতীতের কথা গুলো

পুরনো স্মৃতি গুলো

মনে মনে রাইখো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইক

আমি তো ভালা না ভালা লইয়াই থাইক

তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা

তোমারে না পাইলে এই জীবন বৃথা

বন্ধু এই জীবন বৃথা

......

তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা

তোমারে না পাইলে এই জীবন বৃথা

বন্ধু এই জীবন বৃথা

অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও

মুখে মুখে রাইখো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে

বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে

(বন্ধু)এতো ব্যাথা দিলে.

......

পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে

বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে

(বন্ধু)এতো ব্যাথা দিলে

জিন্দা থাকতে না ডাকিলে ও

জিন্দা থাকতে না ডাকিলে ও

মইরা গেলে ডাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা

মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু

সংসারেতে জ্বালা

মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা

মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, বন্ধু

সংসারেতে জ্বালা।

দুনিয়ার সবাই ভালা

দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো,

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো।

অতীতের কথা গুলো

পুরনো স্মৃতি গুলো,

মনে মনে রাইখো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

More From Kamruzzaman rabbi

See alllogo

You May Like