menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

এই হৃদয়ের সাদা কাগজে

Kanak Chapahuatong
portia25huatong
Lyrics
Recordings
এ...লা লা লা লা..

হুম হে হে হাঁ হাঁ হাঁ

এই হৃদয়ের সাদা কাগজে

লিখে দিলাম তুমি আমার..

এই কথা জেনে যাক পৃথিবী

তুমি আমার আমি তোমার..

তুমি আমার...আমি তোমার...

এই হৃদয়ের সাদা কাগজে

লিখে দিলাম তুমি আমার..

এই কথা জেনে যাক পৃথিবী

তুমি আমার আমি তোমার..

তুমি আমার...আমি তোমার...

অন্ধ করে, দেখি তোমায়

বন্ধ করে দু'নয়ন..

স্বর্গ থেকে, আসো তুমি

স্বপ্নে আমার সারাক্ষণ..

অন্ধ করে, দেখি তোমায়

বন্ধ করে দু'নয়ন..

স্বর্গ থেকে, আসো তুমি

স্বপ্নে আমার সারাক্ষণ..

প্রিয় নাম ধরে, থেকো অবসরে

আসবো ছোটে বারে বার..

আমি তোমার.....

এই হৃদয়ের সাদা কাগজে

লিখে দিলাম তুমি আমার..

এই কথা জেনে যাক পৃথিবী

তুমি আমার আমি তোমার..

তুমি আমার...

আমি তোমার...

এক জীবনে, কেনো আমি

পেলাম শুধু যে তোমায়..

মন তোমাকে, আরো যেনো

অনেক জীবন পেতে চায়..

এক জীবনে, কেনো আমি

পেলাম শুধু যে তোমায়..

মন তোমাকে, আরো যেনো

অনেক জীবন পেতে চায়..

প্রেমেরি ভুবনে, জীবনে মরনে

থাকবো দু'জন দু'জনার...

আমি তোমার.....

এই হৃদয়ের সাদা কাগজে

লিখে দিলাম তুমি আমার..

এই কথা জেনে যাক পৃথিবী

তুমি আমার আমি তোমার..

তুমি আমার...আমি তোমার...

এই হৃদয়ের সাদা কাগজে

লিখে দিলাম তুমি আমার..

এই কথা জেনে যাক পৃথিবী

তুমি আমার আমি তোমার..

তুমি আমার...আমি তোমার...

More From Kanak Chapa

See alllogo

You May Like