menu-iconlogo
huatong
huatong
avatar

Madhobi Lata

Kanikahuatong
pasteraihuatong
Lyrics
Recordings
মাধবী লতা আমি

আমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

দিঘির জলের রোদ আমি

আমি সাঝের বেলা

মাধবী লতা আমি

আমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

নীল আকাশের সূর্য আমি

আমি জোসনার আলো

তোমার সাধের প্রদিপ আমি

তাই আমায় বাশো ভালো

মাধবী লতা আমি

আমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

নদীর মাঝে ঢেউ আমি

আমি মাতাল হাওয়া

এক পলকে দেখা দিয়ে

মন করেছি উতলা

মাধবী লতা আমি

আমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

দিঘির জলের রোদ আমি

আমি সাঝের বেলা

মাধবী লতা আমি

আমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

ধন্যবাদ সবাই কে

More From Kanika

See alllogo

You May Like

Madhobi Lata by Kanika - Lyrics & Covers