menu-iconlogo
logo

Gan Gai Amar Monre Bujhai

logo
avatar
Kayalogo
rbwillowtreelogo
Sing in App
Lyrics
গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গানে বন্ধুরে ডাকি

গানে প্রেমের ছবি আঁকি

গানে বন্ধুরে ডাকি

গানে প্রেমের ছবি আঁকি

পাবো বলে আশা রাখি

না পাইলে যাবো মারা

পাবো বলে আশা রাখি

না পাইলে যাবো মারা

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান আমার জপমালা

গানে খুলি প্রেমের তালা

গান আমার জপমালা

গানে খুলি প্রেমের তালা

প্রাণবন্ধু চিকন কালা

অন্তরে দেয় ইশারা

প্রাণবন্ধু চিকন কালা

অন্তরে দেয় ইশারা

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

ভাবে করিম দীনহীন

আসবে কি আর শুভ দিন

ভাবে করিম দীনহীন

আসবে কি আর শুভ দিন

জল ছাড়া কি বাঁচিবে মাছ

ডুবলে কি ভাসে মরা

জল ছাড়া কি বাঁচিবে মাছ

ডুবলে কি ভাসে মরা

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগল পাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চাইনা মনে গান ছাড়া, গান ছাড়া

Gan Gai Amar Monre Bujhai by Kaya - Lyrics & Covers