menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-aji-mone-mone-lage-hori-cover-image

Aji Mone Mone Lage Hori

Kazi Nazrul Islamhuatong
MarineBirdhuatong
Lyrics
Recordings
আজি মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

INTERLOUD....

আজি ঝাঁঝর খরতাল করতালে বাজে

ঝাঁঝর খরতাল করতালে বাজে

বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে

বাজে কংকন চুড়ি মৃদুল আওয়াজে

সচকিয়া আসে মুচকিয়া হাসে

সচকিয়া আসে মুচকিয়া হাসে

প্রেম-উল্লাসে শ্যামল গৌরী

মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

INTERLOUD....

আজি কদম্ব তমাল রঙ্গে লালে লাল

কদম্ব তমাল রঙ্গে লালে লাল

লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী

লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী

INTERLOUD....

রঙ্গের উজান চলে কালো যমুনার জলে

রঙ্গের উজান চলে কালো যমুনার জলে

আবীর রাঙ্গা হলো ময়ূর-ময়ূরী

মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি বনে বনে জাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

আজি মনে মনে লাগে হরি

More From Kazi Nazrul Islam

See alllogo

You May Like