menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-rumjhum-jhumjhum-rumjhum-jhum-cover-image

Rumjhum JhumJhum RumJhum Jhum

Kazi Nazrul Islamhuatong
quesadillas5huatong
Lyrics
Recordings
রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

খেজুর পাতার নুপুরও বাজায়

কে যায় যায়

ওড়না কাহার ঘুর্ণি হাওয়ায় দোলে…

ওড়না কাহার ঘুর্ণি হাওয়ায় দোলে

কুসুম ছড়ায়, পথের বালুকায়

কুসুম ছড়ায়, পথের বালুকায়

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

তার ভুরুর ধনুক বেঁকে ওঠে

তনুর তলোয়ার

সে যেতে যেতে ছড়ায় পথে

পাথর কুচির হার

তার ডালিম ফুলের ডালি

গোলাপ গালের লালি

ঈদের চাঁদ ও চায়

তার ডালিম ফুলের ডালি

গোলাপ গালের লালি

ঈদের চাঁদ ও চায়

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

আরবী ঘোড়ার সাওয়ার হয়ে

বাদশাজাদা বুঝি

সাহারাতে ফেরে

কোন মরিচিকায় খুজি

কত তরুন মুসাফির

পথ হারালো হায়

কত তরুন মুসাফির

পথ হারালো হায়

কত বনের হরিণ মরে

তারই রূপ ও দিশায়

কত বনের হরিণ মরে

তারই রূপ ও দিশায়

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

খেজুর পাতার নুপুরও বাজায়

কে যায় যায়

ওড়না কাহার ঘুর্ণি হাওয়ায় দোলে...

ওড়না কাহার ঘুর্ণি হাওয়ায় দোলে

কুসুম ছড়ায়, পথের বালুকায়

কুসুম ছড়ায়, পথের বালুকায়

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

রুমঝুম ঝুমঝুম রুমঝুমঝুম

More From Kazi Nazrul Islam

See alllogo

You May Like