menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-tumi-ki-ekhon-dekhicho-shopon-cover-image

Tumi ki ekhon dekhicho shopon

Kazi Nazrul Islamhuatong
lixaolixaohuatong
Lyrics
Recordings
তুমি কি এখন দেখিছো স্বপন

আমারে আমারে আমারে

তুমি কি এখন দেখিছো স্বপন

আমারে আমারে আমারে

আঁধো রাতে সেথা

উঠেছে কি চাঁদ আঁধারে

তুমি কি এখন দেখিছো স্বপন

আমারে আমারে আমারে

তোমারও ভুবন ঘিরিয়া

মিলন এলো কি ফিরিয়া

তোমারও ভুবন ঘিরিয়া

মিলন এলো কি ফিরিয়া

মনে মনে আজ

বাঁধিলে কি সেতু

মনে মনে আজ

বাঁধিলে কি সেতু

বিরহ নদীর দু' ধারে

তুমি কি এখন দেখিছো স্বপন

আমারে আমারে আমারে

খোলা এলো চুল

মুখের দু'পাশে ছড়ায়ে

তুমি ঘুমায়ে আছো কি

তুমি ঘুমায়ে আছো কি

মোর দেয়া সেই

ঝরা মালা বুকে জড়ায়ে

স্বপনে দিলে কি ভুলিয়া

স্মৃতির দুয়ার খুলিয়া

স্বপনে দিলে কি ভুলিয়া

স্মৃতির দুয়ার খুলিয়া

আবার কি তারে

ফিরে চাও তুমি

আবার কি তারে

ফিরে চাও তুমি

ফিরায়ে দিয়াছো যাহারে

তুমি কি এখন দেখিছো স্বপন

আমারে আমারে আমারে

More From Kazi Nazrul Islam

See alllogo

You May Like