menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Malik

Kazi Shuvo/PUJAhuatong
sik04huatong
Lyrics
Recordings
ক্ষণে ক্ষণে আসিস বন্ধু

ক্ষণেই চলে যাস

নিঠুর বন্ধু তুই জানিস না

আসলে কি চাস

কি করে বোঝাব তোরে

কষ্ট মনে প্রাণে

কত ভালবাসি তোরে

আমার আল্লাহ মালিক জানে

কত ভালবাসি তোরে

আমার আল্লাহ মালিক জানে

উজার হইলো এ বুকের সুখ

স্বপন গেলো ভেসে

আমায় ছেড়ে কোন বা সুখে রইলি পরবাসে

উজার হইলো এ বুকের সুখ

স্বপন গেলো ভেসে

আমায় ছেড়ে কোন বা সুখে রইলি পরবাসে

মনটা চাইলে ছুটে আসিস

আমার মনের টানে

কত ভালবাসি তোরে

আমার আল্লাহ মালিক জানে

কত ভালবাসি তোরে

আমার আল্লাহ মালিক জানে

অন্তরেতে তোরই অভাব

পরাণ শুধু কান্দে

উজান ভাটির গাঙে তোরে

খুঁজি চান্দে চান্দে

অন্তরেতে তোরই অভাব

পরাণ শুধু কান্দে

উজান ভাটির গাঙে তোরে

খুঁজি চান্দে চান্দে

সুখের কিনার ভাঙলিরে তুই

দুখেরই তুফানে

কত ভালবাসি তোরে

আমার আল্লাহ মালিক জানে

কত ভালবাসি তোরে

আমার আল্লাহ মালিক জানে

More From Kazi Shuvo/PUJA

See alllogo

You May Like