menu-iconlogo
huatong
huatong
avatar

কেন যে তোর মনের মতো হইতে পারলাম না

Kazi Shuvohuatong
shmookshuatong
Lyrics
Recordings
আপলোড

শিল্পী কাজি শুভ

কেনো যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

মনের দুঃখ মনে রইলো

মনের দুঃখ মনে রইলো

সইলাম কতো বেদনা..

কেনে যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

≠আপলোড বাই

তোরেই ভালোবেসে যাবো

যে কি বাহারি

তোর জন্যে কষ্ট নদী

দিয়ে যাবো পারি

তোরই ভালোবেসে যাবো

যেতে কি বাহারি

তোর জন্য কষ্ট নদী

দিয়ে যাবো পারি

ভালোবেসে সইতে রাজি

ভালোবেসে সইতে রাজি

হাজার যতনা...

কেনো যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

নিজেই তুই নাটাই হইয়া

আমায় বানাস ঘুড়ি

যেমন করে উড়াস আমায়

তেমন করে উড়ি..

নিজে তুই নাটাই হইয়া

আমায় বানাস ঘুড়ি

যেমন করে উড়াস আমায়

তেমন করে উড়ি

তোর দুঃখে কাদি আমি

তোর দুঃখে কাদি আমি

তুই তো কাঁদলি না

কেনো যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

মনের দুঃখ মনে রইলো

মনের দুঃখ মনে রইলো

সইলাম কতো বেদনা

কেনো যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

কেনো যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

মনের দুঃখ মনে রইলো

সইলাম কতো বেদনা

কেনো যে তোর মনের মতো

হইতে পারলাম না

কতো ভালোবাসি তোরে

কইতে পারলাম না

সবাইকে ধ্যনবাদ

More From Kazi Shuvo

See alllogo

You May Like