গানঃ কিশোরী
শিল্পীঃ অন্তারা মৈত্রা ও রাজদিথ ভট্টাচার্য
মুভিঃ খাদান
*চয়েস= অন্তর/ANTOR
*ট্র্যাক আপলোড*
রেহান/REHAAN
?id=62163162732
========
[F] উড়ু উড়ু প্রাণ করে
দুরু, দুরু দুরু তোর কারনে,
মহুল বনের মাঠের ধারে
তোকে তোকে শুধু ধরেছে মনে।
প্রেমের জোয়ারে, দুকূল ভেসেছে
ডুবেছে ডুবেছে এ এ তরী।
[M] কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
তোকে না পাইলে জানি না কি করি,
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
হয়ে যা, হয়ে যা শুধু আমারই।
ও...ও.... ও....!
*চয়েস= অন্তর/ANTOR
*ট্র্যাক আপলোড*
রেহান/REHAAN
?id=62163162732
========
[M] সোনা বরণ রূপ কন্যা, কুচবরণ কেশ
তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ,
তুই আমার ভালোবাসার ঘর....
তুই-আমার ভালোবাসার দেশ।
[F] তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ
তোরই সাথে থাকবো আমি এখন বারোমাস
তুই আমার ফিরে আসার ঘর
তুই আমার ভালোবাসার রেস
প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে
ডুবেছে ডুবেছে এ এ তরী।
[M] কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
তোকে না পাইলে জানি না কি করি,
কিশোরী কিশোরী কিশোরী কিশোরী
হয়ে যা, হয়ে যা শুধু আমারই।
ও...ও.... ও....!
নতুন নতুন ট্র্যাকের জন্য
আইডি নাম্বারে ফলো দিন
ধন্যবাদ