বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহীত সেই সুখ বারতা
যখন আমি থাকবো না তোমার কাছে
আমায় পাবে গীতি কবিতা মাঝে
যাবার বেলা শুধু শান্তনা নয় কান্না
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
Pls give like to the track
অশ্রু মুছে তুমি তাকাবে
মনকে আলোকিত করবে
তোমার অশ্রু আমায় দুর্বল করে দেয়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
Pls give like to the track
হৃদয়য়ের না বলা কথা
সে আমার না লেখা বারতা
মেঘকে দূত করে পাঠাবো তখনও তোমায়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহীত সেই সুখ বারতা
যখন আমি থাকবো না তোমার কাছে
আমায় পাবে গীতি কবিতা মাঝে
যাবার বেলায় শুধু শান্তনা নয় কান্না
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়