menu-iconlogo
huatong
huatong
khalid-hoyni-jabar-bela-cover-image

Hoyni jabar bela

Khalidhuatong
ravistevehuatong
Lyrics
Recordings
হয়নি যাবার বেলা

শুরুতেই সব কিছু

শেষ করে কেনো চলে গেছো

আমার ছিল কিছু বলার

শুনতে না চেয়ে শুধু

নিজেকে নিয়েই তুমি আছো

হয়নি যাবার বেলা

শুরুতেই সব কিছু

শেষ করে কেনো চলে গেছো

কিছু কিছু ভুল থাকে মেনে নিতে হয়

জমিয়ে রাখলে আসে মনে সংশয়

অভিযোগ থাকলে তা লুকিয়ে রেখে

বিরহ বাড়াবে শুধু সত্যি ঢেকে

হয়নি যাবার বেলা

শুরুতেই সব কিছু

শেষ করে কেনো চলে গেছো

তোমারি চলে যাওয়ায় চাঁদ ডুবে গেছে

কিছুই রইলনাতো স্তব্ধতা আছে

তবু আশা ভুল সে তো ভাঙবে তোমার

আসবে ফিরে নিয়ে স্বপ্ন আবার

হয়নি যাবার বেলা

শুরুতেই সব কিছু

শেষ করে কেনো চলে গেছো

নিজেকে নিয়েই তুমি আছো

শেষ করে কেনো চলে গেছো

নিজেকে নিয়েই তুমি আছো

শেষ করে কেনো চলে গেছো

নিজেকে নিয়েই তুমি আছো

হু হু হু হু হু হু হু হু হু

হু হু হু হু হু হু হু হু হু

More From Khalid

See alllogo

You May Like