মাটির পৃথিবী.....
তুমি...বলো..
আমার কি...অপরাধ...
নেই কি আমার তোমার বুকে
কোন আশা কোন সাধ……
বলে দাও মাটির পৃথিবী..
কোথা শান্তি আমার জীবনে..
কত দিন এমন করে..
আমি জ্বলবো দুঃখের দহনে..
বলে দাও মাটির পৃথিবী...
কোথায় শান্তি আমার জীবনে
আলো ঝলমল..বাসর আমার
ভরিয়ে দিলো..ব্যথা নিরাশার
আলো ঝলমল..বাসর আমার
ভরিয়ে দিলো..ব্যথা নিরাশার
ভরিয়ে দিলো নিরাশার
মধু স্বপ্ন ভেঙে গেলো...
কেন অশ্রু আমার নয়নে...
বলে দাও মাটির পৃথিবী...
কোথা শান্তি আমার জীবনে..
কত ছন্দ গানে দুটি মন...
কত ছন্দ গানে দুটি মন...
দেখেছিনু মিলনও স্বপন..
দেখেছিনু মিলনও স্বপন...
কেন আমার সেই হাসি গান
কান্না হয়ে...ভাসায় এ প্রাণ..
কেন আমার.. সেই হাসি গান
কান্না হয়ে... ভাসায় এ প্রাণ
কান্না হয়ে ভাসে প্রাণ
কেন ছন্দ থেমে গেলো....
কেন দ্বন্দ্ব আমার ভুবনে...
বলে দাও ,মাটির পৃথিবী..
কোথায় শান্তি আমার জীবনে..
কত দিন ,এমন করে..
আমি জ্বলবো দুঃখের দহনে..
আমি জ্বলবো দুঃখের দহনে
আমি জ্বলবো দুঃখের দহনে