menu-iconlogo
huatong
huatong
khan-asifur-rahman-agun-eka-achi-to-ki-hoache-cover-image

Eka Achi To Ki Hoache

Khan Asifur Rahman Agunhuatong
pac13arlenehuatong
Lyrics
Recordings
একা আছি, তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন, তোমারই এখন

একা আছি, তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন, তোমারই এখন

একা আছি তো কি হয়েছে

আজ আমারই স্বপ্ন, সত্যি যে হলো…

আজ আমারই স্বপ্ন, সত্যি যে হলো

এই মনে

ও ও ও ও ও ও ও

এই প্রাণে..

গড়েছি স্বর্গ এই ভুবনে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন, তোমারই এখন

একা আছি, তো কি হয়েছে

আর কভু খুলবে না

আমাদের বন্ধন..

আর কভু খুলবে না

আমাদের বন্ধন

জীবনে

ও ও ও ও ও ও ও

মরণে..

করি না যে ভয় কভু দু’জনে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি তো কি হয়েছে

দিনরাত সারাবেলা

থাকবো লুকিয়ে..

দিনরাত সারাবেলা

থাকবো লুকিয়ে

নয়নে

ও ও ও ও ও ও ও

গোপনে

জড়িয়ে রবো মধু মিলনে

এই তুমি আছো, হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি

তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো, হৃদয়ে আছো

More From Khan Asifur Rahman Agun

See alllogo

You May Like