menu-iconlogo
logo

Chobi jeno shudhu chobi noy/ ছবি যেন শুধু ছবি নয়

logo
avatar
Khurshid Alamlogo
༺❊͜͡☆BIPU☆ⓈⓂⓌ☆❊͜͡☆༻logo
Sing in App
Lyrics
"ছবি যেন শুধু ছবি নয়"

শিল্পীঃ খুরশীদ আলম

ছবি যেন, শুধু ছবি নয়

ছবি যেন, শুধু ছবি নয়

আজ কেন তাই মনে হয়

এ যেন ওগো... দুটি প্রানের কথা বিনিময়

ছবি যেন, শুধু ছবি নয়

এতো দিন কেন আড়ালে ছিলে

রঙের ছোয়ায় যদি ধরাই দিলে

এতো দিন কেন আড়ালে ছিলে

রঙের ছোয়ায় যদি ধরাই দিলে

ওগো চিত্রলেখা একই স্বপ্ন দেখা

ওগো চিত্রলেখা একই স্বপ্ন দেখা

আমার হৃদয়ে কেন জাগে সংশয়

ছবি যেন, শুধু ছবি নয়

আজ কেন তাই মনে হয়

এ যেন ওগো... দুটি প্রানের কথা বিনিময়

ছবি যেন শুধু ছবি নয়

তোমার মত যদি শিল্পী হতেম

ভাষার তুলিতে সব লিখে দিতেম

তোমার মত যদি শিল্পী হতেম

ভাষার তুলিতে সব লিখে দিতেম

ওগো সঞ্চারিনী মোর মনোহারিনী

ওগো সঞ্চারিনী মোর মনোহারিনী

আমার জীবনে তুমি একই বিস্ময়

ছবি যেন, শুধু ছবি নয়

আজ কেন তাই মনে হয়

এ যেন ওগো... দুটি প্রানের কথা বিনিময়

ছবি যেন শুধু ছবি নয়

হু...হু..

হু...হু.

Chobi jeno shudhu chobi noy/ ছবি যেন শুধু ছবি নয় by Khurshid Alam - Lyrics & Covers