তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।। কপালের ঐ লেখা আমি রাখবো ঢেকে ঘোমটা দিয়ে অনেক সুখে বেঁচে রবো তোমার দেওয়া দুঃখ নিয়ে তোমার সাথে চলতে মানা মনের কথা বলতে মানা তোমায় নিয়ে ভাবতে আমায় বারণ করো না গো বারন করো না ।। হাতে না হোক নিঃশ্বাসে তে একটুখানি দিও ছুঁয়ে , কাছে পাওয়ার স্বপ্নটুকু অশ্রু দিয়ে নেব ধুয়ে আপন বলে ডাকতে মানা আপন হয়ে থাকতে মানা ঘরের মানুষ বলতে আমায় বারণ করো না গো বারন করো না ।। তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।।
তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।। কপালের ঐ লেখা আমি রাখবো ঢেকে ঘোমটা দিয়ে অনেক সুখে বেঁচে রবো তোমার দেওয়া দুঃখ নিয়ে তোমার সাথে চলতে মানা মনের কথা বলতে মানা তোমায় নিয়ে ভাবতে আমায় বারণ করো না গো বারন করো না ।। হাতে না হোক নিঃশ্বাসে তে একটুখানি দিও ছুঁয়ে , কাছে পাওয়ার স্বপ্নটুকু অশ্রু দিয়ে নেব ধুয়ে আপন বলে ডাকতে মানা আপন হয়ে থাকতে মানা ঘরের মানুষ বলতে আমায় বারণ করো না গো বারন করো না ।। তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।।
তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।। কপালের ঐ লেখা আমি রাখবো ঢেকে ঘোমটা দিয়ে অনেক সুখে বেঁচে রবো তোমার দেওয়া দুঃখ নিয়ে তোমার সাথে চলতে মানা মনের কথা বলতে মানা তোমায় নিয়ে ভাবতে আমায় বারণ করো না গো বারন করো না ।। হাতে না হোক নিঃশ্বাসে তে একটুখানি দিও ছুঁয়ে , কাছে পাওয়ার স্বপ্নটুকু অশ্রু দিয়ে নেব ধুয়ে আপন বলে ডাকতে মানা আপন হয়ে থাকতে মানা ঘরের মানুষ বলতে আমায় বারণ করো না গো বারন করো না ।। তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।।
তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।। কপালের ঐ লেখা আমি রাখবো ঢেকে ঘোমটা দিয়ে অনেক সুখে বেঁচে রবো তোমার দেওয়া দুঃখ নিয়ে তোমার সাথে চলতে মানা মনের কথা বলতে মানা তোমায় নিয়ে ভাবতে আমায় বারণ করো না গো বারন করো না ।। হাতে না হোক নিঃশ্বাসে তে একটুখানি দিও ছুঁয়ে , কাছে পাওয়ার স্বপ্নটুকু অশ্রু দিয়ে নেব ধুয়ে আপন বলে ডাকতে মানা আপন হয়ে থাকতে মানা ঘরের মানুষ বলতে আমায় বারণ করো না গো বারন করো না ।। তোমার কাছে আসতে মানা তোমায় ভালোবাসতে মানা তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো বারন করো না।। তোমার দিকে চাইতে মানা তোমায় কাছে পাইতে মানা তোমার পথ ও চাইতে আমায় বারণ করো না গো বারন করো না।।