আমার বাবা আল-হাসানী
যার কাছে মারফতের খনি
(আমার বাবা আল-হাসানী)
(যার কাছে মারফতের খনি)
আমার বাবা আল-হাসানী
যার কাছে মারফতের খনি
(আমার বাবা আল-হাসানী)
(যার কাছে মারফতের খনি)
কলব হইয়া যায় রুহানি দেখলে এক নজর
(কলব হইয়া যায় রুহানি দেখলে এক নজর)
বলি, কলব হইয়া যায় রুহানি দেখলে এক নজর
(কলব হইয়া যায় রুহানি দেখলে এক নজর)
আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আমার বাবার ভাঙা তরী, অকূলে দিয়েছ পাড়ি
(আমার বাবার ভাঙা তরী, অকূলে দিয়েছ পাড়ি)
আমার বাবার ভাঙা তরী, অকূলে দিয়েছ পাড়ি
(আমার বাবার ভাঙা তরী, অকূলে দিয়েছ পাড়ি)
জাত, কুল ও মান ত্যাজ্য কইরা চরণ দুটি ধর
(জাত, কুল ও মান ত্যাজ্য কইরা চরণ দুটি ধর)
হো বলি, জাত, কুল ও মান ত্যাজ্য কইরা চরণ দুটি ধর
(জাত, কুল ও মান ত্যাজ্য কইরা চরণ দুটি ধর)
আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
(হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হুয়াল্লাহ)
(হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হুয়াল্লাহ)
(হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হুয়াল্লাহ)
বাবা তোমার নাম ভরসা, অকূলে দিয়েছি সাঁতার
বাবা তোমার নাম ভরসা, অকূলে দিয়েছি সাঁতার
নজরুল কান্দে গানের তালে লইতে তার খবর
(নজরুল কান্দে গানের তালে লইতে তার খবর)
হো বলি, নজরুল কান্দে গানের তালে লইতে তার খবর
(নজরুল কান্দে গানের তালে লইতে তার খবর)
আয়না বসাইয়ে দে মোর কালবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আয়না বসাইয়ে দে মোর কালবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
(দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর)
হই আমার দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর
(দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর)
আয়না বসাইয়ে দে মোর কালবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আয়না বসাইয়ে দে মোর কালবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আয়না বসাইয়ে দে মোর কালবের ভিতর, বাবা গো
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
আয়না বসাইয়ে দে মোর কালবের ভিতর, হক আল্লাহ
(আয়না বসাইয়ে দে মোর কলবের ভিতর, বাবা গো)
(হুয়াল্লাহ, হুয়াল্লাহ)