ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
বুক ভরে যায়,
অভাব মিটায় নামের
বুক ভরে যায়,অভাব মিটায়
স্বভাব জাগায় মহাসুখে
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
হরিদীন বন্ধু চিরদীন বন্ধু
জীবের চীর সুখে দুঃখে
হরিদীন বন্ধু চিরদীন বন্ধু
জীবের ও চীর সুখে দুঃখে
ভজরে অন্ধ চরনারবীন্দ
ভজরে অন্ধ চরনারবীন্দ
দুস্তর এ মায়া বীপাকে
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
ভজমূঢ় মতী তব চীরসাথী
যাহারা করুনা লোকে লোকে
ভজমূঢ় মতী তব চীরসাথী
যাহারা করুনা লোকে লোকে
লীলাময় হরী এসেছে নদীয়া পুরী
লীলাময় হরী এসেছে নদীয়া পুরী
রাধার পীরিতি লয়ে বুকে
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
বুক ভরে যায়,অভাব মিটায়
স্বভাব জাগায় মহাসুখে
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে