menu-iconlogo
huatong
huatong
avatar

Choto Golpo

Kumar Bishwajit/Habib Wahidhuatong
rubye_taylor51huatong
Lyrics
Recordings
ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা

হৃদয় গভীরে অচেনা ভালোবাসা

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প

ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা

হৃদয় গভীরে অচেনা ভালোবাসা

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প

রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন

এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন

রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন

এই মন তোমারি আশায় স্বপ্নে বিভোর সারাক্ষন

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প

অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়

উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়

অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়

উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প

ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা

হৃদয় গভীরে অচেনা ভালোবাসা

আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প

তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প

More From Kumar Bishwajit/Habib Wahid

See alllogo

You May Like