গানঃ প্রেম করো না প্রেম
শিল্পীঃ কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা
সিনেমাঃ কঠিন বাস্তব
===============
ছেলেঃ করবো না আমি তো প্রেম করবো না
ধরবো না কারো হাতে ধরবো না
প্রেম করোনা------
প্রেম কর না, প্রেমে মরন প্রেমে জ্বালা
মেয়েঃ কারো মনে আগুন লাগে লাগুক
কেউ দেখে জলে তো জ্বলুক
কেউ নিন্দা করে তো করুক
কেউ পাগল বলে তো বলুক
তাতে প্রেম কখনো মরে যাবে না
মেয়েঃ প্রেম পবিত্র, প্রেম চিরন্তন
প্রেম মানেনা কোন শাসন
প্রেমের জন্য--দিতে পারি
আমার এ জীবন
ছেলেঃ মরবো না প্রেম বিরহে মরবো না
আর কোনো তাজমহল গড়বো না
প্রেমে মরন প্রেমে জ্বালা
মেয়েঃ কারো মনে আগুন লাগে লাগুক
কেউ দেখে জলে তো জ্বলুক
কেউ নিন্দা করে তো করুক
কেউ পাগল বলে তো বলুক
তাতে প্রেম কখনো মরে যাবে না
মেয়েঃ প্রেম করে কেউ, সুখ খুঁজে পায়
কেউ হাসে কেউ--অশ্রু ঝরায়
হৃদয় দিয়ে--তবু সবাই
ভালোবাসা চায়
ছেলেঃ মন দিয়ে মন হারাতে পারবো না
প্রেম চেয়ে কারো কাছে হারবো না
প্রেমে মরন প্রেমে জ্বালা
মেয়েঃ কারো মনে আগুন লাগে লাগুক
কেউ দেখে জলে তো জ্বলুক
কেউ নিন্দা করে তো করুক
কেউ পাগল বলে তো বলুক
তাতে প্রেম কখনো মরে যাবে না