গানঃ তুমি আমার প্রিয়তমা
শিল্পীঃ কুমার শানু
চয়েজঃ রনিশা ইসলাম
===============
তুমি আমার প্রিয়তমা
একদিন তাই তুমি বলেছিলে
===============
হো হো হো, হো ও ও ও
হো হো ও ও, হো ও ও
তুমি আমার প্রিয়তমা
একদিন তাই বলেছিলে
তুমি আমার প্রিয়তমা
একদিন তাই বলেছিলে
হৃদয়ে কত আশা
স্বপ্ন প্রদীপ জ্বেলে ছিলে
মিথ্যে সবি করে দিয়ে
কেন তুমি হারিয়ে গেলে
তুমি আমার প্রিয়তমা
একদিন তাই বলেছিলে
<><><><><><><><>
ZML Interactive
===============
হে.. হে হে, আ..হা হা হা..
হে..হে হে, ও হো হো ও হো..
=================
নেই তুমি যে আর আমার
মানতে রাজি নয় মন আমার
নেই তুমি যে আর আমার
মানতে রাজি নয় মন আমার
কত কথা আর কত হাসি
সবই ছিল কি ছল তোমার
বলোনা কেন তুমি
ব্যথা শুধু দিয়ে গেলে
মিথ্যে সবই করে দিয়ে
কেন তুমি হারিয়ে গেলে
তুমি আমার প্রিয়তমা
একদিন তাই বলেছিলে
<><><><><><><><>
ZML Interactive
===============
আজ আমি বড় একা
কি যে কঠিন ওগো এই থাকা
আজ আমি বড় একা
কি যে কঠিন ওগো এই থাকা
শুধু স্মৃতি নিয়ে সারা দিন
চলে তোমার সেই ছবি আঁকা
আলেয়া তুমি কেন তবে
হাতছানিতে ডেকেছিলে
মিথ্যে সবই করে দিয়ে
কেন তুমি হারিয়ে গেলে
তুমি আমার প্রিয়তমা
একদিন তাই বলেছিলে
====ধন্যবাদ====