menu-iconlogo
logo

Hasle Je Misti Kore

logo
Lyrics
হাঁসলে যে মিস্টি করে

প্রেম ঝরে দুচোখ ভরে

হাঁসলে যে মিস্টি করে

প্রেম ঝরে দুচোখ ভরে

ছিল যা মনের আশা

দিলে আজ সত্যি করে

ছিল যা মনের আশা

দিলে আজ সত্যি করে

জানিনা কিভাবে এল..

মুখেতে মনেরই ভাষা

ভাবিনী তুমি সে তুমি

আসবে হয়ে ভালবাসা...

বলি তাই দিব্যি করে

প্রেম ঝরে দুচোখ ভরে

হে বলি তাই দিব্যি করে

প্রেম ঝরে দুচোখ ভরে

ছিল যা মনের আশা

দিলে আজ সত্যি করে

ও প্রিয়া তোমায় কখনো

হারাতে দেবোনা আমি

ভালবাসার এই বাধনে

চিরসুখী থেকো তুমি

যাও বড় লজ্জা করে

প্রেম ঝড়ে দুচোখ ভরে

যাও বড় লজ্জা করে

প্রেম ঝড়ে দুচোখ ভরে

হাঁসলে যে মিস্টি করে

প্রেম ঝরে দুচোখ ভরে

এসেছি দুজনে কাছে

কতনা সোহাগে মেতে

আমাদের প্রেমেরই কথা

সবাই মনে রাখে যাতে

তাই বুঝি অমন করে

প্রেম ঝরে দুচোখ ভরে

হাঁসলে যে মিস্টি করে

প্রেম ঝরে দুচোখ ভরে

ছিল যা মনের আশা

দিলে আজ সত্যি করে