হীরে মানিক তো নয়,
অামি শুধু তোমায়, ভালো..বাসি
হীরে মানিক তো নয়,
অামি শুধু তোমায় ভালো...বাসি
রুপ কথার চেয়ে ও
নীল পাখির থেকেও
তোমায় অামি ভালো..বাসি
হীরে মনিক তো নয় অামি
শুধু তোমায়,ভালো..বাসি
সাত রঙা রামধনু অাকাশে যে উঠবে
সোনালী রোদের অালো দেখে মন ভরবে
সাত রঙা রামধনু অাকাশে যে উঠবে
সোনালী রোদের অালো দেখে মন ভরবে
রিম ঝিম বৃষ্টি অাসবে যাবে
নতুন ভোরের দেখা জীবন পাবে
সময় কি থমকে দাড়ায়
হীরে মানিক তো নয়,
অামি শুধু তোমায়, ভালো..বাসি,
হীরে মানিক তো নয়,
অামি শুধু তোমায় ভালো..বাসি
রুপ কথার চেয়েও
নীল পাখির থেকেও
তোমায় অামি ভালো.. বাসি
হীরে মানিক তো নয় অামি
শুধু তোমায় ভালো... বাসি