menu-iconlogo
huatong
huatong
avatar

Khachar Vitor Ochin Pakhi

Lalon Geetihuatong
miss_queene23huatong
Lyrics
Recordings
খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ী

ধরতে পারলে মন বেড়ী

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

আট কুঠরী নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

আট কুঠরী নয় দরজা আটা

মধ্যে মধ্যে ঝরকা কাটা

তার উপরে সদর কোঠা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

কপালের খেল নইলে কি আর

পাখিটির এ মন ব্যবহার

কপালের খেল নইলে কি আর

পাখিটির এ মন ব্যবহার

খাচা ভেঙ্গে পাখি আমার

খাচা ভেঙ্গে পাখি আমার

কোনখানে পালায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

মন তুই রইলি খাচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাশের

মন তুই রইলি খাচার আশে

খাঁচা যে তোর কাঁচা বাশের

কোনদিন খাচা পড়বে খশে

কোনদিন খাচা পড়বে খশে

লালন কেঁদে কয়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ী

ধরতে পারলে মন বেড়ী

দিতাম পাখির পায়

কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

More From Lalon Geeti

See alllogo

You May Like