তুমি ভালোবেসো আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
স্বপ্নেরা থাকবে চোখেরই পাতায়
হৃদয়ে থাকবে বিষাদের ছায়া
সবকিছু ভুলে আমাকেই ভেবে
খুঁজে নিও তুমি সেই ভালোবাসা
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
হয়তো আমি আর ফিরে আসবো না
স্বপ্নেরা থাকবে চির না দেখা
একাকী সময় কেটে যাবে কষ্টে
তবুও তো কখনো ছিল ভালোবাসা
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
তুমি ভালোবেসো আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না