menu-iconlogo
huatong
huatong
lucky-akhandnoblekumar-biswajit-jekhane-shimanto-tomar-cover-image

Jekhane Shimanto Tomar - যেখানে সীমান্ত তোমার

Lucky Akhand/Noble/Kumar Biswajithuatong
spcl5953huatong
Lyrics
Recordings
তুমি কি চাওনা সোনালী দিনে

সোনালী সুখেরই সারা

কাঁটার আঘাত ভুলে তুমি

এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেওতো আমার আছে জানা

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেওতো আমার আছে জানা

আমি তো চাইনা তোমার এ দ্বিধা

ভেঙ্গে দাও কাঁচেরই বাধা

সীমার বাঁধন ছিঁড়ে তুমি

ধরা দাও আমারই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

ঝড়ের দিনে খুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আশা

ঝড়ের দিনে খুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আশা

তুমি কি চাওনা সোনালী দিনে

সোনালী সুখেরই সারা

কাঁটার আঘাত ভুলে তুমি

এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

তুরুরু রারা রারা

তা রা রারা রারা

তা রা তা রা রারা রারা

তা রা রারা রারা

More From Lucky Akhand/Noble/Kumar Biswajit

See alllogo

You May Like