menu-iconlogo
huatong
huatong
avatar

Age Jodi Jantam আগে যদি জানতাম

Lucky Akhandhuatong
enditnowhuatong
Lyrics
Recordings
গান : আগে যদি জানতাম

কথা : মুহাম্মদ নূরুল হুদা

সুর ও কন্ঠ : লাকী আখন্দ

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

হো ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

হো ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি ঠিকই তো যেতাম

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলো না রে..

এই জ্বালা আর প্রাণে সহে না

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

জানি না কেনো যে আমায়

একা ফেলে চলে গেলি

ভুলেও কি মনে পড়ে না

তোরই মতো কোনদিনও

আমিও যে ভুলে যাবো

তোরই মতো কোনদিনও

আমিও যে ভুলে যাবো

তবু এই জ্বালা প্রাণে সইবো না রে..

এই জ্বালা আর প্রাণে সহে না

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

হো ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

হো ও মন রে.....

কিসের তরে রয়ে গেলি তুই....

আগে যদি জানতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

এই জ্বালা আর প্রাণে সহে না

এই জ্বালা আর প্রাণে সহে না

o সমাপ্ত o o o o o o

More From Lucky Akhand

See alllogo

You May Like