স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি
বাণীঃ কাওসার আহমেদ চৌধুরী
সুরঃ লাকী আখন্দ
Specially requested from Shipu Bhai
**********************
লা লা লা......লা লা
0:25-স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি
শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।
স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি
শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।
আ হা আ আ...লা লা
1:11-যুগ-যুগান্তে.... দেশ-দেশান্তে....
তুমি এসেছ-----হা আ
যুগ-যুগান্তে.... দেশ-দেশান্তে....
তুমি এসেছ-----হা আ
1:37-কত দুখে আখি জলে-জলে আমি মুক্তি খুঁজেছি
চিরদিনই এই তো আমি চাই...
স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি
শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।
আ হা আ আ...লা লা
2:41-প্রাণ সীমান্তে.... নিজ অজান্তে.......
তুমি জেগেছো... হা আ
প্রাণ সীমান্তে.... নিজ অজান্তে....
তুমি জেগেছো....হা আ
3:07-বড় প্রেমের বাহুডোরে তোমাকেই বন্দী করেছি
এর'চে সুখ তো আর নাই ।
3:20-স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি
শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।
স্বাধীনতা তোমাকে নিয়ে গানতো লিখেছি
শতব্যাথা ভুলে তোমাকে মনে রেখেছি।
লা লা লা......লা রা লা লা.. তা রা রা