menu-iconlogo
huatong
huatong
avatar

Ya Nobi Salam Alaika

Lutfor Hasanhuatong
bookwrm7huatong
Lyrics
Recordings
তুমি যে নূরেরও রবি

নিখিলের ধ্যানেরও ছবি

তুমি না এলে দুনিয়ায়

আধারে ডুবিত সবি,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

তুমি যে নূরেরও রবি

নিখিলের ধ্যানেরও ছবি

তুমি না এলে দুনিয়ায়

আধারে ডুবিত সবি,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

তোমারই নূরের আলোকে

জাগরণ এলো ভুলোকে

গাহিয়া উঠিলো বুলবুল

হাসিলো কুসুম পুলকে,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

তোমারই নূরের আলোকে

জাগরণ এলো ভুলোকে

গাহিয়া উঠিলো বুলবুল

হাসিলো কুসুম পুলকে,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

নবী না হয়ে দুনিয়ায়

না হয়ে ফেরেস্তা খোদার

হয়েছি উম্মতও তোমার

তার তরে শুকুর হাজারবার,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

নবী না হয়ে দুনিয়ায়

না হয়ে ফেরেস্তা খোদার

হয়েছি উম্মতও তোমার

তার তরে শুকুর হাজারবার,

ইয়া নবী সালামুআলাইকা

ইয়া রাসুল সালামুআলাইকা

ইয় হাবিব সালামুআলাইকা

সালাওয়াতুল্লাহ আলাইকা

More From Lutfor Hasan

See alllogo

You May Like