Short Tor Mon Paray
তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ঐ উদাস পূরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়
অভিমানি মন আমার
চায় তোকে বারে বার
অভিমানি মন আমার
চায় তোকে বারে বার
তাই বলি আয়রে ছুটে আয়
তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ঐ উদাস পূরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়
THANKYOU
Follow Me For More Song
Plz Don't Forget hit like