menu-iconlogo
huatong
huatong
mahtim-sakib-bokuler-mala-sukhabe-cover-image

Bokuler Mala Sukhabe

Mahtim Sakibhuatong
allahlovehuatong
Lyrics
Recordings
না না না দে রে না না না দে রে না না না

দে রে না না না দে রে না না না দে রে না

না না দে রে না না না দে রে না না না

হুম বকুলের মালা শুকাবে

রেখে দেব তার সুরভী

দিন গিয়ে রাতে লুকাবে

মুছো নাকো আমারই ছবি

আমি মিনতি করে গেলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম,

এই প্রেম তোমাকে দিলাম।

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম,

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

না না না দে রে না না না দে রে

না না না দে রে না দেরে

ভালোবেসে আমি বার বার

তোমারি ও মনে হারাবো

হুম ভালোবেসে আমি বার বার

তোমারি ও মনে হারাবো

এই জীবনে আমি যে তোমার

মরণেও তোমারই হব।

তুমি ভুলো না আমারই নাম।

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম।

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম,

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম।।

হু হু হু হু হু হু হু হু হু হু হু হুহু

More From Mahtim Sakib

See alllogo

You May Like