গানঃ দ্বার খুলে দেও,,,
শিল্পীঃ অংকন
এই গানটি দেওয়া জন্য বলেছেন আমার প্রাণ প্রিয়
বড় ভাই মাহফুজ ভাই
FOLK FAMILY
আপলোড করছেন
মামুন আকাশ ফ্যামিলি
আমায় দ্বার খুলে দাও...
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি__
আমায় তাড়াইয়া
দিও না দয়াল
আমি কাতরে বিনয় করি
আমায় তাড়াইয়া-----
দিও না দয়াল
আমি কাতরে বিনয় করি
আমি তোর দয়ার ভিখারি।
দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি---
আমায় দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি।।
—M—U—S—I—C—
ভিখারি আজ খাড়া _ দরজায়
তোমার অফুরন্ত ভান্ডার হইতে
দয়াল দাও কিছু আমায়
ওরে কত কাঙাল তোমার কৃপায়
হইলো ঐ ধনের অধিকারি--
-----* মিউজিক *-----
ওরে কত কাঙাল তোমার কৃপায়
হইলো ঐ ধনের অধিকারি--
আমি তোর দয়ার ভিখারি।
দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি।।
—M—U—S—I—C—
ছিলাম আছি থাকবো চিরকাল
কি চাই আমি জানো তুমি
আমি কি ধনের কাঙাল--
দয়াল তুমি থাকতে আমার এই হাল
আমি কেমনে সহ্য করি
-----* মিউজিক *-----
দয়াল তুমি থাকতে আমার এই হাল
আমি কেমনে সহ্য করি
আমি তোর দয়ার ভিখারি।
দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি।।
—M—U—S—I—C—
এই ভাবে আর কাঁদাবে কত?
স্মরণে চরণে রেখো দয়াল
আমায় প্রতি মুহূর্ত।।
কবে নাম ধরিয়া ডাকবে মহৎ
পর পারের কান্ডারি
-----* মিউজিক *-----
কবে নাম ধরিয়া ডাকবে মহৎ
পর পারের কান্ডারি
আমি তোর দয়ার ভিখারি।
দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি।।
আমায় তাড়াইয়া
দিও না দয়াল
আমি কাতরে বিনয় করি
আমায় তাড়াইয়া-----
দিও না দয়াল
আমি কাতরে বিনয় করি
আমি তোর দয়ার ভিখারি।
দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি-
আমায় দ্বার খুলে দাও
দয়াল আমি তোমার
দয়ার ভিখারি।।
আমি তোর দয়ার ভিখারি।
আমি তোর দয়ার ভিখারি।।
ধন্যবাদ সবাইকে
মাহফুজ ভাই মামুন