menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhurey Tor Premey Poira

Mamunhuatong
trudile1huatong
Lyrics
Recordings
বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

ফুল বিছানায় শুইতে গিয়া ঘুম আসে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

ফুল বিছানায় শুইতে গিয়া ঘুম আসে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

তোর পিরিতের ফান্দে পড়ে সঁপলাম দেহ-মন

ছিল আশা বাঁধবো বাসা কত না জীবন রে, কত না জীবন

তোর পিরিতের ফান্দে পড়ে সঁপলাম দেহ-মন

ছিল আশা বাঁধবো বাসা কত না জীবন রে, কত না জীবন

ঐ পিরিতের এমনই বাঁধন, লোকের নিন্দা পুষ্পচন্দন

ঐ পিরিতের এমনই বাঁধন, লোকের নিন্দা পুষ্পচন্দন

দারুণ প্রেমের এই জ্বালাতন প্রাণে সহে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

ফুল বিছানায় শুইতে গিয়া ঘুম আসে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

জাত-কুলমান সব হারাইলাম তোমার কারণে

কী যাতনা, এই কী ভাবনা ছিল তোর মনে রে, ছিল তোর মনে

জাত-কুলমান সব হারাইলাম তোমার কারণে

কী যাতনা, এই কী ভাবনা ছিল তোর মনে রে, ছিল তোর মনে

কেমনে বাঁচবো তুমি বিনে, কাঁদি শুধু রাত্র দিনে

কেমনে বাঁচবো তুমি বিনে, কাঁদি শুধু রাত্র দিনে

দেখা পাবো কোন কাননে, কেউ তো বলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

ফুল বিছানায় শুইতে গিয়া ঘুম আসে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

বন্ধু রে, তোর প্রেমে পইড়া, মন-প্রাণ সকলই দিয়া

ফুল বিছানায় শুইতে গিয়া ঘুম আসে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

ভুলে না, ভুলে না, আমার মন ভুলে না

More From Mamun

See alllogo

You May Like