menu-iconlogo
huatong
huatong
avatar

Nil Shari

Mamunhuatong
༺WHITE👹SOUL༻♥VOS💞huatong
Lyrics
Recordings
নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়

রেশমী চুল উরু উরু দক্ষিনা হাওয়াই

মনটা আমার শুধু তোমার

ভালবাসা চাই কন্যা

তুমিও কি ভালবাসা দেবে গো আমায় কন্যা

তুমিও কি ভালবাসা দেবে গো আমায়

নীল শাড়ি পরিয়া কন্যা

চলেছ কোথায়

রেশমী চুল উরু উরু

দক্ষিনা হাওয়াই

মনটা আমার শুধু

তোমার ভালবাসা চাই

কন্যা তুমিও কি ভালবাসা

দেবে গো আমায় কন্যা

তুমিও কি ভালবাসা দেবে

গো আমায় '

পরিয়াছ ফুলো মালা

কমল হাতে সোনার বালা

খুইলা গেছে রুপের ডালা

আলতা দেছ পাই

পরিয়াছ ফুলো মালা

কমল হাতে সোনার বালা

খুইলা গেছে রুপের ডালা

আলতা দিছ পাই

তাই না দেখে প্রেমিক মনটা

তোমার হইতে চায়

কন্যা তুমিও কি ভালবাসা

দেবে গো আমায় কন্যা

তুমিও কি ভালবাসা দেবে গো আমায়

নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়

রেশমী চুল উরু উরু দক্ষিনা হাওয়াই

মনটা আমার শুধু তোমার ভালবাসা চাই কন্যা

তুমিও কি ভালবাসা

দেবে গো আমায় কন্যা

তুমিও কি ভালবাসা দেবে গো আমায়

'শোনই ও গো মিষ্টি মেয়ে

যাওনা প্রেমের দ্রষ্টি দিয়ে

ভালবাসার বৃষ্টি দিয়ে ভাসাও নাই আমায়

শোনই ও গো মিষ্টি মেয়ে

যাওনা প্রেমের দ্রষ্টি দিয়ে

ভালবাসার দ্রষ্টি দিয়ে ভাসাও নাই আমায়

মন কেড়েছ তোমার দুটি চোখের মায়ায়

কন্যা তুমিও কি ভালবাসা দেবে গো আমায়

কন্যা তুমিও কি ভালবাসা দেবে গো আমায় '

নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়

রেশমী চুল উরু উরু দক্ষিনা হাওয়াই

মনটা আমার শুধু তোমার

ভালবাসা চাই কন্যা তুমিও কি ভালবাসা

দেবে গো আমায়

কন্যা তুমিও কি

ভালবাসা দেবে গো আমায়

নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায়

রেশমী চুল উরু উরু দক্ষিনা হাওয়াই

মনটা আমার শুধু তোমার ভালবাসা চাই.

কন্যা তুমিও কি ভালবাসা

দেবে গো আমায় কন্যা

তুমিও কি ভালবাসা দেবে গো আমায়

More From Mamun

See alllogo

You May Like