লিরিক্সঃ শুভ জন্মদিন..
অভিনয়ঃ জিৎ ও কোয়েল
ছায়াছবিঃ মানিক
শুভ জন্মদিন...
আজ তোমার শুভ জন্মদিন
বাংলা সঙ্গীত একাডেমি
যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন
যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন
বাংলা সঙ্গীত একাডেমি
অবাক চোখে ভাবছে সবাই একি হলো হায়
হো..অবাক চোখে ভাবছে সবাই একি হলো হায়
গায়ের ছেলে কেমন করে এমন গান গায়
সবার প্রীতি ভালোবাসা পূর্ন করো সবার আসা
গাঁয়েরছেলে এই কামনা করবে চিরদিন
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন
বাংলা সঙ্গীত একাডেমি
দোষে গুণে মানুষ সবাই গুণবিচারে বড়
হো..দোষে গুণে মানুষ সবাই গুণবিচারে বড়
যদি কোন ভুল হয়ে যায় আমায় ক্ষমা করো
গুরুজনের আসিস নিয়ে, হাসি খুশি তে ভরিয়ে
বারে বারে আসুক ফিরে এই শুভ দিন
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন
যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন
তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..
শুভ জন্মদিন..