menu-iconlogo
huatong
huatong
mashuq-haqueno-man-majhe-majhe-tobo-dekha-pai-cover-image

Majhe Majhe Tobo Dekha Pai

Mashuq Haque/No Manhuatong
kittymao9huatong
Lyrics
Recordings
ক্ষণিক আলোকে আঁখির পলকে

তোমায় যবে পাই দেখিতে

ওহে ক্ষণিক আলোকে আঁখির পলকে

তোমায় যবে পাই দেখিতে

ওহে "হারাই হারাই" সদা হয় ভয়

"হারাই হারাই" সদা হয় ভয়

হারাইয়া ফেলি চকিতে

আশ না মিটিতে হারাইয়া

পলক না পড়িতে হারাইয়া

হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

ওহে কী করিলে বলো পাইব তোমারে

রাখিব আঁখিতে আঁখিতে

ওহে কী করিলে বলো পাইব তোমারে

রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ

এত প্রেম আমি কোথা পাব, নাথ

তোমারে হৃদয়ে রাখিতে

আমার সাধ্য কিবা তোমারে

দয়া না করিলে কে পারে

তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

মাঝে মাঝে তব দেখা পাই

চিরদিন কেন পাই না

More From Mashuq Haque/No Man

See alllogo

You May Like