জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
সপ্ন ছিলো যত হলো এলোমেলো
ভেঙে গেলো এই মনের সাধ
সাধনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
মন বলে থাক আর যে প্রিয়ার দু চোখে
ভেঙে দিয়েছে সে সপ্ন দেখায়
নিঃস্ব করেছে এই আমাকে
ভালো লাগেনা আর কাউকে দেখে
ছেয়েছি যারে আমি রিদয় দিয়ে
সে তো আমাকে মনে রাখেনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
আশা বাধি না ভেবে তাই এই বুকে
সপ্ন দেখি না ওই দুচোখে
বিরহ ব্যাথায় ভেঙেছে এই মন
রয়েছে বাকি শুধু আমার মরন
নষ্ট হলে ভালো থাকে না জীবন
আমার মতো কেউ হতে চেও না
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা
সপ্ন ছিলো যত হলো এলোমেলো
ভেঙে গেলো এই মনের সাধ
সাধনা
জীবনে বারে বার
ভেঙেছে মন আমার
আমি আর নতুন কিছু ভাবিনা