menu-iconlogo
huatong
huatong
avatar

MeGh95_ Gan Gai Amar Monre Bujhai - গান গাই আমার মনরে বুঝাই

MeGh95_/Folk Dairyzhuatong
🌧️_MeGh95_🌧️huatong
Lyrics
Recordings

MeGh95_

গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি

গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি

পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা

পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা

আর কিছু চায়না মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চায়না মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগলপারা

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগলপারা

আর কিছু চায়না মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চায়না মনে গান ছাড়া

MeGh95_

গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা

গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা

প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা

প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা

আর কিছু চায়না মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চায়না মনে গান ছাড়া

MeGh95_

ভাবে করিম দ্বীনহীন আসবে কি আর শুভদিন

ভাবে করিম দ্বীনহীন আসবে কি আর শুভদিন

জল ছাড়া কি বাঁচিবে মীন ডুবলে কি ভাসে মরা

জল ছাড়া কি বাঁচিবে মীন ডুবলে কি ভাসে মরা

আর কিছু চায়না মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চায়না মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগলপারা

গান গাই আমার মনরে বুঝাই

মন থাকে পাগলপারা

আর কিছু চায়না মনে গান ছাড়া, গান ছাড়া

আর কিছু চায়না মনে গান ছাড়া,

Thank you

More From MeGh95_/Folk Dairyz

See alllogo

You May Like