menu-iconlogo
huatong
huatong
avatar

MeGh95_ Ekhono Maje Maje - এখনো মাঝে মাঝে

MeGh95_/Guiter Varsionhuatong
🌧️_MeGh95_🌧️huatong
Lyrics
Recordings

(MeGh95_)

এখনো মাঝে মাঝে

মাঝ রাতে ঘুমের ঘোরে

শুনি তোমার পায়ের আওয়াজ

যেনো তুমি এসেছো ফিরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

(MeGh95_)

এই রাত সেই রাত

কেটে গেছে কতো রাত

কষ্টের হাওয়া বুকে নিয়ে

আর পড়ে আছে কতোনা স্মৃতি

বন্দী মনের কারাগারে

এই রাত সেই রাত

কেটে গেছে কতো রাত

কষ্টের হাওয়া বুকে নিয়ে

আর পড়ে আছে কতোনা স্মৃতি

বন্দী মনের কারাগারে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

(MeGh95_)

এই প্রান এই মন

কেঁদে বলে সারাক্ষন

ভুলে গিয়ে আছো তুমি সুখে

আমি কাটাই প্রহর আর ভালোবাসা

একা বেদনারই চরে

এই প্রান এই মন

কেঁদে বলে সারাক্ষন

ভুলে গিয়ে আছো তুমি সুখে

আমি কাটাই প্রহর আর ভালোবাসা

একা বেদনারই চরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

এখনো মাঝে মাঝে

মাঝ রাতে ঘুমের ঘোরে

শুনি তোমার পায়ের আওয়াজ

যেনো তুমি এসেছো ফিরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

..Thank you..

More From MeGh95_/Guiter Varsion

See alllogo

You May Like