menu-iconlogo
huatong
huatong
avatar

E Hawa

Meghdolhuatong
Invictus.🇧🇩huatong
Lyrics
Recordings
রাত্রীর ট্রেন

করুণ শঙ্খের মতো

মায়ের মুখে প্রথম শোনা গান।

জন্মাবধি একটা অন্ধনদী

ডুকরে কাঁদা মুক্তি দিল গান।

এ হাওয়া আমায় নেবে কতো দূরে

এ হাওয়া আমি এখানেই।

এ হাওয়া আমায় নেবে কতো দূরে

এ হাওয়া আমি এখানেই।

কোথায় ছিলাম

কোন শব্দের ভেতর

অক্ষরগুলো চূর্ণ আলো।

কোন আবেগে

কোন নৈশ:ব্দে

ধরব তারে আমার প্রথম গান।

এ হাওয়া আমায় নেবে কতো দূরে

এ হাওয়া আমি এখানেই।

কোথায় থাকে হারানো সুর

রহস্যনীল মিথের বাগান

ফিরতি পথে, মস্ত আকাশ

এ হাওয়া আমায় নেবে কতো দূরে

এ হাওয়া আমি এখানেই।

এ হাওয়া আমায় নেবে কতো দূরে

এ হাওয়া আমি এখানেই।

এ হাওয়া আমায় নেবে কতো দূরে

এ হাওয়া…………

More From Meghdol

See alllogo

You May Like