menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Mon Tomake Dilam

Mehrab/Nanditahuatong
pao_pao15huatong
Lyrics
Recordings
এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

বকুলের মালা শুকাবে

রেখে দেবো তার সুরভি

দিন গিয়ে রাতে লুকাবে

মুছো না কো আমারই ছবি

আমি মিনতি করে গেলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

ভালোবেসে আমি বারেবার

তোমারই ও মনে হারাবো

এ জীবনে আমি যে তোমার

মরণেও তোমারই হবো

তুমি ভুলো না আমারই নাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও

মনে রেখো আমিও ছিলাম

এই মন তোমাকে দিলাম

এই প্রেম তোমাকে দিলাম

হুমহুম, হুম, হুম, হুম

লালা, লা, লা, লা

More From Mehrab/Nandita

See alllogo

You May Like