menu-iconlogo
huatong
huatong
avatar

তুই আমার হিরো Tui Amar Hero

Mika Singh/Akriti Kakkarhuatong
publemoulinhuatong
Lyrics
Recordings
হেই তুই আমার রানী আমি তোর রাজারে

পাবিনা আমার মতো বাংলা বাজারে

হেই তুই আমার রানী আমি তোর রাজারে

পাবিনা আমার মতো বাংলা বাজারে

পড়ে নে বেনারসি পাল্কি সাজারে

পাবিনা আমার মতো বাংলা বাজারে

আমি তোর হিরো আমি তোর হিরো

আমি তোর হিরো বাকি সব জিরো

তুই আমার হিরো তুই আমার হিরো

তুই আমার হিরো বাকি সব জিরো

হো পকেটে মানি বেগে আস্ত গড়ের মাঠ

শুধু আছে তোর ফটো তাতেই ঠাতবাট

চাইনা গয়না গাটি শুধু চাই তোকে আজ

হোকনা হাওয়ায় চটি তুই আমার রংবাজ

তুই আমার হিরো তুই আমার হিরো

তুই আমার হিরো বাকি সব জিরো

আমি তোর হিরো আমি তোর হিরো

আমি তোর হিরো বাকি সব জিরো

হো বাড়িগাড়ি নেই যে আমার কেয়ার অফ ফুটপাত

তোর প্রেমে পড়ে এবার করে দিবো বাজিমাত

তুই আমার জংলি সোনা বেঙ্গল টাইগার

জীবনে তোকে আমি চাইছি যে বার বার

তুই আমার হিরো তুই আমার হিরো

তুই আমার হিরো বাকি সব জিরো

আমি তোর হিরো আমি তোর হিরো

আমি তোর হিরো বাকি সব জিরো

তুই আমার রানী আমি তোর রাজারে

পাবিনা আমার মতো বাংলা বাজারে

পড়ে নে বেনারসি পাল্কি সাজারে

পাবিনা আমার মতো বাংলা বাজারে

আমি তোর হিরো লা....লা

আমি তোর হিরো আ....হা

আমি তোর হিরো বাকি সব জিরো

তুই আমার হিরো তুই আমার হিরো

তুই আমার হিরো বাকি সব জিরো

More From Mika Singh/Akriti Kakkar

See alllogo

You May Like