menu-iconlogo
huatong
huatong
miles-jadu-cover-image

jadu

Mileshuatong
ShymoonKhan_ABShuatong
Lyrics
Recordings
কতো যতনে

একেছি যে তোমায়

আমার এই মনে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

নিরবে এসে

দিয়েছো দোলা

মৃদু হাওয়ার মতো

আমার স্বপনে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

আমি তোমায় যে চাই

কাছে যেন পাই

চিরদিন

তোমায় করেছি আপন

তুমি আমারই জীবন

তুমি যে সকল আশার প্রেরণা

ভেঙ্গে দিও না এ মন

কেড়ে নিও না স্বপন

তুমি যে আমার শেষ ঠিকানা

নিরবে এসে

দিয়েছো দোলা

মৃদু হাওয়ার মতো

আমার স্বপনে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

আমি তোমায় যে চাই

কাছে যেন পাই

চিরদিন

তোমায় করেছি আপন

তুমি আমারই জীবন

তুমি যে সকল আশার প্রেরণা

ভেঙ্গে দিও না এ মন

কেড়ে নিও না স্বপন

তুমি যে আমার শেষ ঠিকানা

শোনো ও প্রিয়া

কতো যতনে

একেছি যে তোমায়

আমার এই মনে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

কি জাদু!

তোমার প্রেমে

কি জাদু!

তোমার চোখে

More From Miles

See alllogo

You May Like