menu-iconlogo
huatong
huatong
milonnaumi-ektu-ektu-kore-cover-image

Ektu Ektu Kore

Milon/Naumihuatong
schlairethuatong
Lyrics
Recordings
একটু অপেক্ষা করুন

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা।

তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা।

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা।

তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা।

দু চোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়।

তোমায় ঘিরে আমার যত ভালবাসা

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা।

তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা।

একটু অপেক্ষা করুন

মনে রি ছবিটাই দেখি যে তোমায়।

প্রেমেরি কবিতায় লিখি যে তোমায়।

সামনে দাড়ালে দু হাত বাড়ালে

উদাসী স্বপ্ন গুলো ভাষা খুঁজে পায়।

মনে রি ছবিটাই দেখি যে তোমায়।

প্রেমেরি কবিতায় লিখি যে তোমায়।

সামনে দাড়ালে দু হাত বাড়ালে

উদাসী স্বপ্ন গুলো ভাষা খুঁজে পায়।

দু চোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়।

তোমায় ঘিরে আমার যত ভালবাসা।

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা।

তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা।

একটু অপেক্ষা করুন

দিনে রি সূচনায় পাই শুধু তোমায়।

রাতে রি জোছনায় চাই শুধু তোমায়।

তোমারি মায়াতে সুখেরি ছায়াতে।

আবেগি মন টা আমার পথ খুঁজে পায়।

দিনে রি সূচনায় পাই শুধু তোমায়।

রাতে রি জোছনায় চাই শুধু তোমায়।

তোমারি মায়াতে সুখেরি ছায়াতে।

আবেগি মন টা আমার পথ খুঁজে পায়।

দু চোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়।

তোমায় ঘিরে আমার যত ভালবাসা।

একটু একটু করে তুমি হৃদয়ে বাঁধলে বাসা।

তোমায় পেয়ে রঙিন হলো আমার যত আশা।

ধন্যবাদ

More From Milon/Naumi

See alllogo

You May Like